ঊ-কার

ঊ-কার–বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে দীর্ঘ-ঊ যোগ।

ঊঢ়া

ঊঢ়া–বিণ. (স্ত্রী.) বিবাহিতা (নাবোঢ়া)।

ঊঢ়

ঊঢ় [ ūḍḥ ] বিণ. ১. বিবাহিত (অনূঢ়); ২. বহন করা হয়েছে এমন, বাহিত। [সং. √ বহ্ + ত]। ঊঢ়া–বিণ. (স্ত্রী.) বিবাহিতা (নাবোঢ়া)। ঊঢ়ি–বি. বিবাহ।

ঊষা

ঊষা [ ūşā ] উষা-র বানানভেদ।

ঊষসী

ঊষসী [ ūşasī ] উষসী-র বানানভেদ।

ঊ [ ū ] বাংলা ভাষার ষষ্ঠ অক্ষর (স্বরবর্ণ)। ঊ বর্ণে ও বানানে থাকলেও উচ্চারণ দীর্ঘ হয় না। n. the sixth vowel of the Bengali alphabet.