ঊ ঊর্ধ্বরেতা ঊর্ধ্বরেতা (-তস্)–বি. ১. শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; ২. শিব।
ঊ ঊর্ধ্বদৃষ্টি ঊর্ধ্বদৃষ্টি, ঊর্ধ্বনেত্র–বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. ১. উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; ২. যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি।
ঊ ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি–বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)।