ঊ ঊর্ধ্বরেখা ঊর্ধ্বরেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়।
ঊ ঊহ্য ঊহ্য [ ūhya ] বিণ. ১. অনুক্ত, বলা বা উল্লেখ করা হয়নি এমন; ২. অনুমান করে নিতে হয় এমন, অনুমেয়। [সং. √ ঊহ্ + য]।
ঊ ঊষর ঊষর [ ūşara ] বিণ. ১. যে মাটিতে ভালো ফসল উত্পন্ন হয় না, অনুর্বর (ঊষর মরু); ২. যার মাটি নোনা বা ক্ষারময়। [সং. √ ঊষ্ + র]।