যথা
যথা [ yathā ] অব্য. বিণ. ১. যেমন, যেরূপ (‘যথা ভীম ভীমসেন কৌরবসমরে’: মধু.) ২. যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); ৩. উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); ৪. দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। যথাকথঞ্চিত্ ক্রি-বিণ. ১. যে-কোনো রকমে; ২. কষ্টেসৃষ্টে। যথাকর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। যথাকালে, যথাসময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। যথাক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। যথাজ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। যথাতথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। যথাদিষ্ট বিণ. আদেশানুরূপ। ☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। যথানিয়ম, যথাবিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। যথানির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। যথানুপূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর,...
যুক্তিসম্মত
যুক্তিগ্রাহ্য, যুক্তিযুক্ত, যুক্তিসংগত, যুক্তিসম্মত, যুক্তিসহ বিণ. যথোচিত, ন্যায়সংগত, নায্য।
যুক্তিসংগত
যুক্তিগ্রাহ্য, যুক্তিযুক্ত, যুক্তিসংগত, যুক্তিসম্মত, যুক্তিসহ বিণ. যথোচিত, ন্যায়সংগত, নায্য।