যোটা

যোটা — জোটা-র বানানভেদ।

যবানী

যবানী — যবানি -এর বানানভেদ।

যোগানো

জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো।

যোগান

জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]।

যোগাড়ে

জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী।

যোগাড়

জোগাড়, (বর্জি.) যোগাড় [ jōgāḍ়, (barji.) yōgāḍ় ] বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]।  

যুঝা

জুঝা, যুঝা [ jujhā, yujhā ] ক্রি. 1 লড়া, যুদ্ধ করা; 2 বাধাবিঘ্নের মোকাবিলা করা (দারিদ্রের সঙ্গে যুঝতে হচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ যুধ্]। জুঝানো ক্রি. লড়াই করানো; লড়াইয়ে বাধ্য বা উত্সাহিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [জোঝা দ্র]।

যাঠা

জাঠা1, যাঠা [ jāṭhā1, yāṭhā ] বি. পৌরাণিক যুদ্ধাস্ত্রবিশেষ, লৌহযষ্টি। [সং. যষ্টি]।