যাতায়াত

যাতায়াত [ yātāẏāta ] বি. গমনাগমন, যাওয়া-আসা। [সং. যাত + আয়াত]।

যাতব্য

যাতব্য [ yātabya ] বিণ. ১. গমনীয়, গমনের যোগ্য ২. আক্রমণের যোগ্য, আক্রমণীয়। [সং. √ যা + তব্য]।

যাজ্ঞিক

যাজ্ঞিক [ yājñika ] বি. যজ্ঞ কর্তা, পুরোহিত। ☐ বিণ. যজ্ঞীয়, যজ্ঞ সম্বন্ধীয়। [সং. যজ্ঞ + ইক]।

যাতনা

যাতনা [ yātanā ] বি. যন্ত্রণা, তীব্র বেদনা (‘কত না যাতনা দিনু’: চণ্ডী)। [সং. যত্ + ণিচ্ + আ + আ]।

যাত

যাত [ yāta ] বিণ. ১. গত (যাতায়াত) ২. অতীত (প্রয়াত); ৩. লব্ধ; ৪. জ্ঞাত [সং. যা + ত]।

যাজ্ঞসেনী

যাজ্ঞসেনী [ yājña -sēnī ] বি. যজ্ঞ সেনের অর্থাত্ দ্রুপদরাজের কন্যা দ্রৌপদী। [সং. যজ্ঞ সেন + অ + ঈ]।

যাজ্ঞবল্ক

যাজ্ঞবল্ক [ yājña -balka ] বি. যজুর্বেদপ্রবক্তা ধর্মশাস্ত্রকার ঋষিবিশেষ। [সং. যজ্ঞবল্ক + য]।

যাচ্ঞা

যাচ্ঞা [ yācñā ] বি. প্রার্থনা, যাচনা। [সং. √ যাচ্ + ন + আ]। যাচ্য, যাচ্যমান দ্র যাচন২।

যাচ্ছেতাই

যাচ্ছেতাই [ yācchē-tāi ] বি. বিশ্রী বা জঘন্য ব্যাপার (কীসব যাচ্ছেতাই বলছ)। ☐ বিণ. বিশ্রী বা জঘন্য (যাচ্ছেতাই কথা)। [বাং. যা + ইচ্ছে + তা + ই]।

যায় যায়

যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্হা)।