যূপ

যূপ [ yūpa ] বি. ১. বলির জন্য যজ্ঞ বাঁধার কাঠের দণ্ড, হাড়িকাঠ; ২. জয়স্তম্ভ। [সং. যু + প]। যূপকাষ্ঠ বি. হাড়িকাঠ।

যূথি

যূথিকা, যূথি [ yūthikā, yūthi ] বি. জুঁইফুল। [সং. যূথ + অক + আ, যূথ + অ + ঈ]।

যূথিকা

যূথিকা, যূথি [ yūthikā, yūthi ] বি. জুঁইফুল। [সং. যূথ + অক + আ, যূথ + অ + ঈ]।

যুযুত্সু

যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক। ☐ বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ।

যুযুত্সা

যুযুত্সা [ yuyutsā ] বি. যুদ্ধের ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। [সং. যুধ্ + সন্ + আ]। যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক। ☐ বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ।

যুবরাজ

যুবরাজ [ yuba-rāja ] বি. ১. রাজত্বের উত্তরাধিকারী রাজপুত্র; ২. রাজার সহায়ক বা রাজকার্যের সহায়ক রাজপুত্র; ৩. রাজার জ্যেষ্ঠপুত্র। [সং. যুবন্ + রাজন্]।

যুবজানি

যুবজানি [ yuba-jāni ] বি. যুবতী ভার্যার পতি। [সং. যুব (যুবতী) + জানি (< জায়া) যার।

যুবক

যুবক [ yubaka ] বি. কৈশোর-উত্তীর্ণ পুরুষ (যখন যুবক ছিলেন)। ☐ বিণ. ওই বয়সী (যুবক রবীন্দ্রনাথ)। [সং. যুবন্ + ক]।

যুগ্ম

যুগ্ম [ yugma ] বি. জোড়া, যুগল। ☐ বিণ. ১. সহযোগী (যুগ্ম সম্পাদক); ২. (গণি.) জোড়, দুই দিয়ে ভাগ করলে মিলে যায় এমন, even (যুগ্ম রাশি)। [সং. যুজ্ + ম] যুগ্মশব্দ বি. পরপর দুবার লিখিত বা উচ্চারিত একই শব্দ, যথা ঝনঝন, কাটা-কাটা।