যেমনি

যেমনি ক্রি-বিণ. যেইমাত্র (যেমনি বলেছি অমনি রেগে কাঁই)।

যেমনই

যেমনই বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)।

যোঝা

যোঝা [ yōjhā ] যুঝা ও জুঝা-র চলিত রূপ।

যোগীন্দ্র

যোগীন্দ্র, যোগীশ, যোগীশ্বর, যোগেশ, যোগেশ্বর বি. ১. যোগীশ্রেষ্ঠ, মহাযোগী; ২. শিব; ৩. শ্রীকৃষ্ণ।

যৌবনভার

যৌবনভার বি. যৌবনজনিত দৈহিক পুষ্টি।

যৌবনবতী

যৌবনবতী বিণ. বি. (স্ত্রী.) যুবতী; যুবতী নারী।