যবনিকা

যবনিকা [ yaba-nikā ] বি. পর্দা রঙ্গমঞ্চের পটাবরণ, drop-scene (যবনিকা-উত্তোলন, যবনিকা পতন)। [সং. যবনী + ক আ]। যবনিকাপতন, যবনিকাপাত বি. ১. নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া; ২. (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)।

যবনিকাপাত

যবনিকাপতন, যবনিকাপাত বি. ১. নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া; ২. (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)।

যবনিকাপতন

যবনিকাপতন, যবনিকাপাত বি. ১. নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া; ২. (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)।

যবীয়ান

যবিষ্ঠ, যবীয়ান [ yabiṣṭha, yabīẏāna ] (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ। [সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]।

যবিষ্ঠ

যবিষ্ঠ, যবীয়ান [ yabiṣṭha, yabīẏāna ] (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ। [সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]।

যাপ্য

যাপ্য বিণ. ১. যাপনীয়; ২. নিন্দনীয়; ৩. নিকৃষ্ট; ৪. গোপনীয়; ৫. নিঃশেষে প্রতিকার হয় না এমন (যাপ্য রোগ)।

যাপিত

যাপিত বিণ. অতিবাহিত, যাপন করা হয়েছে এমন।

যাপনীয়

যাপনীয় বিণ. যাপনের বা অতিবাহনের যোগ্য।

যাপক

যাপক [ yāpaka ] বিণ. যাপনকারী, অতিবাহনকারী। [সং. √ যা + ণিচ্ (√ যাপি) + অক]। যাপন বি. অতিবাহন (‘শুধু দিন-যাপনের গ্লানি’: রবীন্দ্র, অবসর-যাপন)। যাপনীয় বিণ. যাপনের বা অতিবাহনের যোগ্য। যাপিত বিণ. অতিবাহিত, যাপন করা হয়েছে এমন। যাপ্য বিণ. ১. যাপনীয়; ২. নিন্দনীয়; ৩. নিকৃষ্ট; ৪. গোপনীয়; ৫. নিঃশেষে প্রতিকার হয় না এমন (যাপ্য রোগ)।

যাপন

যাপন বি. অতিবাহন (‘শুধু দিন-যাপনের গ্লানি’: রবীন্দ্র, অবসর-যাপন)।