যোত

যোত — জোত-র বানানভেদ।

যমানী

যমানী — যমানি -এর বানানভেদ।

যাতা

যাতা১ [ yātā ] বি. গমনকর্তা, যে যায়। [সং. √ যা + তৃ]। যাতা২ [ yātā ] বি. স্বামীর ভ্রাতৃজায়া, জা। [সং. √ যত্ + ঋ = যাতৃ।

যাচ্যমান

যাচ্যমান — বিন. (যাহার নিকট বা যাহা) প্রার্থনা করা হইতেছে।

যাচমান

যাচমান — বিন. প্রার্থনা করিতেছে এমন।

যাচ্য

যাচনীয়, যাচ্য — বিন. প্রার্থনীয়।

যাচনীয়

যাচনীয়, যাচ্য — বিন. প্রার্থনীয়।

যোড়

যোড় — জোড়-র বানানভেদ।