ত্রস্ত

ত্রস্ত [ trasta ] বিণ. ১. ত্রাসযুক্ত, ভীত; ২. চকিত; ৩. ভয়ে বিচলিত (ত্রস্ত হরিণ)। [সং. √ ত্রস্ + ত]। স্ত্রী. ত্রস্তা (ত্রস্তা হরিণী)।

ত্রসন

ত্রসন [ trasana ] বি. ১. ভয়, ত্রাস; ২. ভীত হওয়া। [সং. √ ত্রস্ + অন]।

ত্রসর

ত্রসর [ trasara ] বি. তাঁতের তুরি, মাকু। [সং. √ ত্রস্ + অর]।

ত্রিপল

ত্রিপল [ tripala ] বি. (প্রধানত আলকাতরা মাখানো) জলনিরোধক মোটা কাপড়বিশেষ। [ইং. tarpaulin]।

ত্রিক

ত্রিক [ trika ] বি. ১. মেরুদণ্ডের নিম্নদেশ; কটি; ২. তিন সংখ্যার সমষ্টি; ৩. তেমাথা পথ। [সং. ত্রি (তৃতীয়) + ক]।

ত্রুটি

ত্রুটি [ truṭi ] বি. ১. দোষ, অপরাধ (আমার ত্রুটি ধরবেন না); ২. ন্যূনতা, অভাব, ঘাটতি (চেষ্টার ত্রুটি নেই); ৩. ক্ষতি, হানি। [সং. √ ত্রুট্ + ই]। ত্রুটিবিচ্যুতি বি. ভুল; দোষ।

ত্রেতা

ত্রেতা [ trētā ] বি. ১. হিন্দু পুরাণে বর্ণিত সত্য ও দ্বাপর যুগের মধ্যবর্তী যুগ; ২. যজ্ঞীয় অগ্নিত্রয়-গার্হপত্য. আহবনীয় ও দক্ষিণ। [সং. ত্রি + ইতা]।

ত্রৈকালিক

ত্রৈকালিক [ traikālika ] বিণ. ১. ত্রিকালসম্বন্ধীয়; ২. ত্রিকালব্যাপী। [সং. ত্রিকাল + ইক]।

ত্রৈগুণ্য

ত্রৈগুণ্য [ traiguṇya ] বি. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের সমষ্টি সমন্বয় বা ভাব। [সং. ত্রিগুণ + য]।