তোসদান

তোসদান [ tōsa-dāna ] বি. গুলি বারুদ প্রভৃতি রাখার পাত্র। [ফা.]।

তৌজি

তৌজি [ tauji ] বি. প্রজাদের নাম এবং তাদের জমি ও খাজনার পরিমাণের তালিকা। [আ. তৌজী]।

তৌল

তৌল [ taula ] বি. ১. ওজন; ২. ওজন করা; ৩. দাঁড়িপাল্লা; ৪. তুলনা। [সং. তুলা + অ]।

তোল্য

তোল্য [ tōlya ] বিণ. ১. ওজন করতে হবে এমন; ২. তুলনীয়। [সং. √ তুল্ + য]।

তোশক

তোশক [ tōśaka ] বি. বিছানায় পাতবার জন্য তুলোর গদিবিশেষ, mattress. [ফা. তোশক]।

তোষিত

তোষিত [ tōṣita ] বিণ. তুষ্ট করা হয়েছে এমন। [সং. √ তুষ্ + ণিচ্ + ত]।

তৌলন

তৌলন [ taulana ] বি. ওজন করা। [সং. তুলন + অ]।

ত্ব

ত্ব [ tba ] বি. ভাব, কাজ, বৃত্তি প্রভৃতি সূচক প্রত্যয়বিশেষ (দেবত্ব, বন্ধুত্ব, রাজত্ব)।

ত্বক

ত্বক [ tbaka ] (ত্বচ্) বি. ১. গায়ের চামড়া; ২. ছাল, বাকল (বৃক্ষত্বক); ৩. খোসা (ফলাদির ত্বক); ৪. স্পর্শেন্দ্রিয়। [সং. √ ত্বচ্+ ক্বিপ্]।

ত্বদীয়

ত্বদীয় [ tbadīẏa ] বিণ. ত্বত্সম্বন্ধীয়; ভবদীয়, তোমার। [সং. ত্বদ্ (=যুষ্মদ্) + ঈয়]।