ঠক্কর

ঠক্কর, ঠোক্কর [ ṭhakkara, ṭhōkkara ] বি. ১. চোট, ধাক্কা, হোঁচট; ২. (আল.) কঠোর বা ভালোরকম শিক্ষা। [হি. টক্কর]।

ঠকা

ঠকা [ ṭhakā ] ক্রি. ১. প্রতারিত হওয়া (কেউ তোমাকে ঠকায়নি); ২. প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকেছ); ৩. হেরে যাওয়া (এতটুকু ছেলের কাছে ঠকে গেলে?)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ স্হগ্ + বাং. আ]। ঠকানো ক্রি. বি. ১. প্রতারণা বা বঞ্চনা করা; ২. হারানো; ৩. অপ্রস্তুত বা অপ্রতিভ করা। ঠকামি, ঠকামো বি. প্রতারণা, ঠকের কাজ।

ঠকানো

ঠকানো ক্রি. বি. ১. প্রতারণা বা বঞ্চনা করা; ২. হারানো; ৩. অপ্রস্তুত বা অপ্রতিভ করা।

ঠকামি

ঠকামি, ঠকামো বি. প্রতারণা, ঠকের কাজ।

ঠকামো

ঠকামো বি. প্রতারণা, ঠকের কাজ।

ঠং ঠং

ঠং ঠং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠং শব্দ (‘মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং’: রবীন্দ্র)।

ঠং

ঠং [ ṭha ] বি. অব্য. ঘণ্টা ইত্যাদির টুং অপেক্ষা জোরালো শব্দ। [ধ্বন্যা.]। ঠং ঠং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠং শব্দ (‘মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং’: রবীন্দ্র)।

ঠনাঠন

ঠনাঠন ক্রি-বিণ. ক্রমাগত ঠন ঠন করে (ঠনাঠন বাজছে)।

ঠনঠনে

ঠনঠনে [ ṭhana-ṭhanē ] বিণ. ১. শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); ২. জলহীন (ঠনঠনে কলসি)। ☐ বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)। [ধ্বন্যা.]।