ঝিরঝিরে

ঝিরঝিরে বিণ. ঝিরঝির করে প্রবাহিত হচ্ছে বা পড়ছে এমন (ঝিরঝিরে বাতাস, ঝিরঝিরে বৃষ্টি)।

ঝিরঝির

ঝিরঝির [ jhira-jhira ] বি. ১. মৃদু বা লঘু ঝরঝর আওয়াজ; ২. লঘু প্রবাহ বা ক্ষরণের ভাব (ঝিরঝির করে বৃষ্টি পড়ছে)। [ধ্বন্যা.]। ঝিরঝিরে বিণ. ঝিরঝির করে প্রবাহিত হচ্ছে বা পড়ছে এমন (ঝিরঝিরে বাতাস, ঝিরঝিরে বৃষ্টি)। ঝিরঝিরানি বি. বাতাস বা বৃষ্টির ঝিরঝির শব্দ।

ঝিঁঝি

ঝিঁঝি১ [ jhinjhi ] বি. ঝিঁঝিঁ শব্দকারী পোকাবিশেষ, cricket. [সং. ঝিল্লী]। ঝিঁঝি২ [ jhinjhi ] বি. ঝিমঝিম করার ভাব (বসে বসে পায়ে ঝিঁঝি ধরেছে)। [তু. ঝিনঝিন, ঝিমঝিম]। ঝিঁঝি ধরা ক্রি. বি. অনেকক্ষণ হাত-পা চেপে বসে থাকার জন্য রক্তসঞ্চালন বন্ধ হয়ে ঝিমঝিম করা।

ঝিলিমিলি

ঝিলিমিলি১ বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিলমিলে বিণ. ঝিলমিল করে এমন। ঝিলিমিলি২ [ jhili-mili ] বিণ. ঈষত্ ঝলমলে; ঝিলমিলে ও তরঙ্গায়িত (‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’: রবীন্দ্র)। [ঝিলমিল২ দ্র]।

ঝিলমিল

ঝিলমিল১ [ jhila-mila ] বি. জানালার খড়খড়ি; খড়খড়ির পাখি বা তক্তা। [হি. ঝিল্মিলী]। ঝিলমিল২ [ jhila-mila ] বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব (‘স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]।

ঝুড়ানো

ঝুড়ানো, ঝোড়ানো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝোড়া

ঝুড়া, ঝোড়া [ jhuḍā, jhōḍā ] ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা। ☐ বিণ. উক্ত অর্থে। [তু. ঝাড়া]।

ঝুড়া

ঝুড়া, ঝোড়া [ jhuḍā, jhōḍā ] ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা। ☐ বিণ. উক্ত অর্থে। [তু. ঝাড়া]। ঝুড়ানো, ঝোড়ানো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। ☐ বিণ. উক্ত অর্থে।