হর্তা

হর্তা [ hartā ] (-র্তৃ) বিণ.
১ হরণকর্তা, অপহারক;
২ সংহারক।

[সং. √ হৃ + তৃ]।

হর্তাকর্তা বি.
১ সংহারকর্তা ও নির্মাণকর্তা;
২ সর্বময় কর্তা।

হর্তাকর্তা বিধাতা বি.
১ বিনাশ, নির্মাণ ও ব্যবস্হাপনের কর্তা;
২ সৃষ্টিস্হিতি প্রলয়কর্তা;
৩ (আল.) সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...