হানা

হানা [ hānā ] ক্রি.
১ আঘাত করবার জন্য নিক্ষেপ করা; মারা (‘তোমার সে আশায় হানিব বাজ’: রবীন্দ্র);
২ হনন করা, বধ করা।

☐ বি.
১ (আস্ফালনসহ) আক্রমণ (হানা দেওয়া);
২ খানাতল্লাশির বা গ্রেপ্তারের জন্য আগমন (পুলিসের হানা)।

☐ বিণ. (প্রধানত ভূতপ্রেতের দ্বারা) আক্রান্ত (হানাবাড়ি)।

[সং. √ হন্]।

হানাদার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী।

হানাহানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post