হাঁটা

হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)।

☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)।

☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)।

[হি. √ হট্-তু. সং. অট্]।

হাঁটাচলা বি. হাঁটা; পায়চারি।

হাঁটানো ক্রি.
১ হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো);
২ হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো);
৩ হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)।

☐ বি. উক্ত অর্থে।

হাঁটাহাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত।

হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)।

হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post