ষষ্ঠী
ষষ্ঠী [ ṣaṣṭhī ] বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)।
☐ বি.
১. সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ;
২. কৃত্তিকা;
৩. (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি;
৪. (জ্যোতিষ.) তিথিবিশেষ।
[সং. ষষ্ঠ + ঈ]।
ষষ্ঠী তৎপুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ।
ষষ্ঠীতলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান।
ষষ্ঠীপূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ।
ষষ্ঠীবাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব।
ষষ্ঠীবুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল।
ষষ্ঠীর কৃপা বি. ১. ষষ্ঠীদেবীর দয়া; ২. সন্তানলাভ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...