ষোড়শ
ষোড়শ [ ṣōḍ়śa ] (-শন্) বি.
১. ষোলো সংখ্যা, ১৬;
২. শ্রাদ্ধে ষোড়শপ্রকার বস্তু দান।
☐ বিণ. ষোলোসংখ্যক বা ষোলো সংখ্যার পূরক।
[< সং. ষোড়শন্]।
ষোড়শমাতৃকা বি. গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া দেবসেনা জয়া স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি কুলদেবতা আত্মদেবতা-এই ষোলোজন মাতৃকা বা উপদেবী।
ষোড়শোপচার বি. আসন পাদ্য স্বাগত অর্ঘ্য আচমনীয় স্হানীয় বসন ভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ মধুপর্ক তাম্বুল তর্পণ ও নতি-পূজার এই ষোলো প্রকার উপচার বা উপকরণ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...