যুগল

যুগল [ yugala ] বি.
১. একজোড়া (যুগলমিলন)
২. দুটি (নয়নযুগল)।

☐ বিণ. যুগ্ম (যুগল মূর্তি)।

[সং. যুগ + ল]।

যুগলবন্দি বি. দুই সংগীতশিল্পীর দ্বৈত গান বা দ্বৈত (সচ. বিভিন্ন) বাদ্যবাদন।

যুগলমূর্তি বি. একসঙ্গে দুই জনের (সচ. দুই) দেবতার মূর্তি (রাধাকৃষ্ণের বা হরপার্বতীর যুগলমূর্তি)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...