যাচা
যাচা১ [ yācā ] ক্রি.
১. যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া (‘কি আর যাচিব তব কাছে’)
২. উপযাচক হওয়া (যেচে দিতে এল)।
☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
[সং. √ যাচ্ + বাং. আ]।
যাচা২ [ yācā ] ক্রি. যাচাই করা, পরীক্ষা দ্বারা মূল্য নির্ধারণ করা।
[যাচা১ দ্র]।
যাচাই বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উত্কর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)।
যাচান, যাচানো ক্রি. বি. যাচাই করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...