ফুট

ফুট1 [ phuṭa1 ] বি. দৈর্ঘ্যের মাপবিশেষ, 12 ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য।

[ইং. foot]।

ফুট2 [ phuṭa2 ] বিণ.
1 বিকশিত (আধফুট হাসি);
2 বিদীর্ণ।

[সং. √ স্ফুট্ > বাং. √ ফুট্ + অ]।

ফুট3 [ phuṭa3 ] বি. ছোটো দাগ বা ফোঁটা।

[বাং. ফোঁটা < সং. স্ফুট]।

ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)।

ফুট4 [ phuṭa4 ] বি.
1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট);
2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে);
3 ফাট, চিড়।

[সং. √ স্ফুট্ + বাং. অ]।

ফুটকড়াই, ফুটকলাই বি. ফুটানো বা ভাজা মটর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post