ফুল

ফুল1 [ phula1 ] বিণ.
1 পুরো মাপের (ফুলহাতা, ফুলশার্ট);
2 পুরো মূল্যের (ফুলটিকিট)।

[ইং. full]।

ফুল2 [ phula2 ] বি.
1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়;
2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা);
3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta.

[সং. ফুল্ল]।

ফুলকচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)।

ফুলকপি দ্র কপি

ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত।

ফুলকারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ।

ফুলকোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা।

ফুলখড়ি দ্র খড়ি

ফুলঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ।

ফুলঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়।

ফুলটুসকি, ফুলটুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে।

ফুলডোর বি. ফুলের মালা।

ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন।

ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা।

ফুলদানি, ফুলদান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ।

ফুলদার বিণ. ফুলের নকশাযুক্ত।

ফুলদোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা।

ফুলধনু, ফুলবাণ, ফুলশর বি.
1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক;
2 কামদেব, মদন, কন্দর্প।

ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া।

ফুলবাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা।

ফুলবাবু বি. অত্যন্ত শৌখিন লোক।

ফুলমালা বি. ফুল দিয়ে তৈরি মালা।

ফুলশয্যা বি.
1 কুসুমাবৃত শয্যা;
2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুল ছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান।

ফুলশেজ বি. ফুলশয্যা (‘সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া’: স. দ.)।

ফুলসজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ।

ফুলসাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা।

ফুলহার বি. ফুলের মালা।

ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post