ফেনা
ফেনা [ phēnā ] বি. ফেন, গাঁজ; একত্রে উদ্ভূত বুদবুদসমূহ (সমুদ্রের ঢেউয়ের ফেনা)।
☐ বিণ. সফেন; ফেন বা মাড়যুক্ত (ফেবাভাত)।
☐ ক্রি, ফেনানো, ফেনিয়ে তোলা।
[সং. ফেন + বাং. আ]।
ফেনানো ক্রি. বি.
1 নেড়ে নেড়ে ফেনিল করে তোলা বা গাঁজানো (রস জ্বাল দিয়ে ফেনানো);
2 (আল.) ইনিয়েবিনিয়ে কথা বাড়িয়ে তোলা;
3 অতিরঞ্জিত করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
ফেনায়মান বিণ. ফেনাযুক্ত হচ্ছে এমন।
ফেনায়িত বিণ. ফেনাযুক্ত হয়েছে এমন (ফেনায়িত দুধ, ফেনায়িত ঢেউ)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...