ফৌজ
ফৌজ [ phauja ] বি. সৈন্যদল।
[আ. ফউজ]।
ফৌজদার বি. সেনাপতি; কোতোয়াল; আঞ্চলিক শাসনকর্তা।
[আ. ফউজ + ফা. দার]।
ফৌজদারি বি. ফৌজদারি মামলা।
☐ বিণ. মারপিট খুনজখম ইত্যাদি সম্বন্ধীয়।
[আ. ফউজ + ফা. দার + বাং. ই]।
ফৌজি বিণ. সামরিক, জঙ্গি (ফৌজি বিমান, ফৌজি আক্রমণ)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...