থরথর
থরথর [ thara-thara ] অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)।
☐ বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)।
☐ ক্রি-বিণ. থরথর করে (‘রাই কাঁপে থরথর’: চণ্ডী)।
[দেশী]।
থরথরানি বি. থরথর করে কাঁপুনি।
থরথরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...