তুবড়ি

তুবড়ি [ tubaḍi ] বি.
১. আতশবাজিবিশেষ;
২. সাপুড়ের ব্যবহৃত লাউয়ের খোলে দুটি নল লাগানো বাঁশি।

[তু. সং. তুম্ব]।

কথার তুবড়ি — তুবড়িবাজির আগুনের ফিনকির মতো অনর্গল বাক্যস্রোত (তুমি তো কেবল
কথার তুবড়ি ছোটাতে পার)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...