তৈল

তৈল [ taila ] বি. তেল।

[সং. তিল + অ]।

তৈলকল্ক, তৈলকিট্ট বি. তেলের কাইট; খইল।

তৈলকার বি. তেলি; কলু।

তৈলচিত্র বি. তেলরঙে আঁকা ছবি, oil painting.

তৈলচৌরিকা বি. আরশোলা।

তৈলদান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া।

তৈলপ, তৈলপা, তৈলপায়িকা বি. তেলাপোকা, আরশোলা।

তৈলপক্ব বিণ. ১. তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)।

তৈলবীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি।

তৈলমর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই।

তৈলযন্ত্র বি. তেলের কল, ঘানি।

তৈলসেক বি. তেল বা গরম তেল লেপন করে বেদনা উপশমের ব্যবস্তা।

তৈলস্ফটিক বি. পীতাভ শিলীভূত পদার্থবিশেষ, গোমেদ, amber. তৈলাক্ত বিণ. তেলযুক্ত।
তৈলাধার বি. তেলের পাত্র।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post