জোর
জোর [ jōra ] বি.
1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে);
2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া);
3 তীব্রতা, উচ্চতা (গলার জোর);
4 দৃঢ়তা (মনের জোরে);
5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)।
☐ বিণ.
1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ);
2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া);
3 কড়া (জোর হুকুম);
4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম);
5 আশাতীতরকম ভালো (জোর বরাত);
6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)।
[ফা. যোর]।
জোরকপাল, জোরবরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা।
জোরজবরদস্তি, জোরজুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি।
জোরজার বি. জবরদস্তি।
জোরতলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম।
জোরাজুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি।
জোরদার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...