খড়গ

খড়গ [ khaḍga ] বি.
১. খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক  কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ;
২. গণ্ডারের শৃঙ্গ বা শিং।

[সং. √খড়্‌ + গ]। 

খড়গহস্ত–বিণ.
১. কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন;
২. অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার  করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)।

খড্গী (-ড্গিন্)  বি. গণ্ডার।

☐ বিণ. যার খড্গ আছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post