খণ্ড
খণ্ড [ khaṇḍa ] বি.
১. অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড);
২. গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই);
৩. অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড);
৪. টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)।
[সং. √খণ্ড্ + অ]।
খণ্ডক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে।
খণ্ডকথা বি. ক্ষুদ্র কাহিনী।
খণ্ডকাব্য–বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন।
খণ্ডন বি.
১. খণ্ডে খণ্ডে ভাগ করা;
২. ছেদন, কর্তন, কাটা;
৩. যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো;
৪. (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)।
[সং. √খণ্ড্ + অন]।
খণ্ডনীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন।
খণ্ডপ্রলয় বি.
১. আংশিক প্রলয়;
২. স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান;
৩. তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)।
খণ্ডবিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো।
খণ্ডশ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)।
খণ্ডানো ক্রি. বি.
১. যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ;
২. পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?);
৩. লঙ্ঘন করা (‘বিধির বিধি কে পারে খণ্ডাতে?)।
খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)।
খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধা ও ঈর্ষান্বিতা নায়িকা।
খণ্ডীকরণ বি. খণ্ড করা।