খত
খত [ khata ] বি.
১. চিঠি, লিপি (একটি খত লিখে পাঠিয়েছি);
২. তমসুক, ঋণপত্র, ঋণের দলিল;
৩. স্বীকারপত্র (দাসখত লিখে দিয়েছি নাকি?);
৪. আঁচড় বা ঘষার দাগ।
[আ. খত্]।
নাকে খত বি. অপরাধের দণ্ড হিসাবে মাটিতে নাক ঘষা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...