খাঁটি
খাঁটি১ বি. দেশি মদ।
[ইং. country?]।
খাঁটি২ বিণ.
১. বিশুদ্ধ, ভেজালহীন (খাঁটি দুধ);
২. অকৃত্রিম, আসল (খাঁটি সোনা) ;
৩. সাধুচরিত্রবিশিষ্ট (খাঁটি লোক);
৪. সত্য (খাঁটি কথা বলবে)।
[দেশি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...