খোলা
খোলা১ [ khōlā ] বি.
১. খোসা, আবরণ (কলার খোলা);
২. ভাজবার পাত্রবিশেষ (‘খোলা পেতে ভাজে খই মুড়ি’: রবীন্দ্র);
৩. খাপরা (খোলার চাল);
৪. খেত, খামার (ধানের খোলা);
৫. স্হান (হাটখোলা, ইটখোলা)।
[খোলক]।
খোলা২, খুলা [ khōlā, khulā ] ক্রি.
১. উন্মুক্ত করা (দরজা খোলো);
২. বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ;
৩. শিথিল করা (খোঁপা খোলা);
৪. খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা);
৫. পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা);
৬. প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি);
৭. আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে);
৮. বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ;
৯. আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো);
১০. অকপট হওয়া (মন খুলে কথা বলা);
১১. স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন);
[বাং. √খুল্ < সং. স্খল্ + বাং. আ]।
খোলাখুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)।
☐ ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)।
☐ বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)।
খোলানো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া।