খিঁচ

খিঁচ [ khinca ] বি.
১. সজোরে হাত-পা ইত্যাদি অঙ্গের চালনা (রোগীর  হাত-পায়ের খিঁচ শুরু হয়েছে) ;
২. টান (খিঁচ ধরা)। খিঁচা, খেঁচা ক্রি. (হঠাত্) জোরে  টান দেওয়া (দাঁড় খেঁচা, লাঠি খিঁচিয়ে এগিয়ে গেল); মুখ ইত্যাদির বিকৃত ভঙ্গি করা; 
ভেংচানো (দাঁত খেঁচা, মুখ খিঁচিয়ে বলল); হাত-পা সজোরে সঞ্চালন করা (হাত-পা খেঁচা)। 

[দেশি]।

খিঁচানো ক্রি. খিঁচা, খেঁচা।

☐ বিণ. খিঁচা র সব অর্থে।

খিঁচুনি, খিচুনি, খিঁচনি, খিচনি বি. বিকৃত অঙ্গভঙ্গি বা অঙ্গের আক্ষেপ; ভেংচানি।

খিঁচে নেওয়া বি. ক্রি. বলপূর্বক  আদায় করা; কারও ইচ্ছার বিরুদ্ধে আদায় করা (ওর কাছ থেকে কিছু টাকা খিঁচে নিতে হবে)।

খিঁচ [ khinca ] বি.
১. কাঁকর;
২. সামান্য ত্রুটি বা গোলযোগ (আগে খিঁচটা  দূর করতে হবে) ;
৩. টান;
৪. মনান্তর (আমাদের মধ্যে একটা খিঁচ রয়েই গেছে) ;
৫.  তর্কবিতর্ক।

[দেশি]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...