খেয়াল
খেয়াল [ khēẏāla ] বি.
১. কল্পনা; স্বপ্ন;
২. জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ;
৩. স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই);
৪. প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল);
৫. মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা);
৬. অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল);
৭. (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ।
[আ. খয়াল্]।
খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া।
☐ বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)।
খেয়ালখুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল।
খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...