খোয়া

খোয়া [ khōẏā ] বি.
১. জমাট-বাঁধানো শুকনো ক্ষীর (সচ. খোয়াক্ষীর);
২.  ইটের টুকরো (খোয়া ভাঙে)।

[হি. খোয়া < সং. ক্ষয়]।

খোয়া [ khōẏā ] ক্রি. হারানো; নষ্ট করে ফেলা (কলমটাকে কীভাবে খোয়ালে?  সম্মান খোয়ানো)।

☐ বিণ. হারিয়ে গেছে এমন; নষ্ট; অপহৃত (কলমটা খোয়া গেছে)। 

[সং. ক্ষয়িত]।

খোয়া যাওয়া ক্রি. বি. হারিয়ে যাওয়া; চুরি যাওয়া।

খোয়ানো ক্রি.  হারানো, নষ্ট করে ফেলা (সর্বস্ব খোয়ানো, মানসম্মান খুইয়েছে)।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...