খোল
খোল১ , খোর্মা [ khōrmā, khōla ] যথাক্রমে খইল ও খুর্মা -এর কথ্য রূপ।
খোল২ [ khōla ] বি.
১. আবরণ (শামুকের খোল);
২. ওয়াড় (বালিশের খোল) ;
৩. চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ;
৪. গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ;
৫. বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি);
৬. গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ;
৭. আধার. তুম্ব (হুঁকার খোল);
৮. কানের ময়লা, কর্ণমল (কানের খোল)।
[সং. খলি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...