হাল
হাল১ [ hāla ] বি. ১ লাঙল; ২ (বাং.) গাড়ির চাকার লোহার বেড় বা লোহা ইত্যাদি ধাতুর লম্বা পাটি।
[সং. হল + অ]।
হাল২ [ hāla ] বি. নৌকাদির ‘কর্ণ’ অর্থাত্ তা চালাবার ও ঘুরাবার যন্ত্র।
[দেশি]।
হাল ধরা ক্রি. বি. পরিচালনার দায়িত্ব নেওয়া (সংসারের বা কোনো প্রতিষ্ঠানের হাল ধরে থাকা)।
হাল ছেড়ে দেওয়া হতাশ বা নিশ্চেষ্ট হওয়া।
হাল৩ [ hāla ] বি.
১ অবস্হা, দশা (রাজার হালে থাকা);
২ বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)।
☐ বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]।
হালখাতা বি. খাতা দ্র।
হালচাল বি. ১ অবস্হা; ২ ভাবভঙ্গি; ৩ আচার-আচরণ।
হালত বি. অবস্হা, দশা।
হালহকিকত বি. প্রকৃত অবস্হা; অবস্হা।
হালহদিশ বি. ১ প্রকৃত অবস্হা; ২ খোঁজখবর।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...