হাঁড়ি

হাঁড়ি [ hān̐ḍ়i ] বি. ক্ষুদ্র জালার মতো পাত্রবিশেষ।

[সং. হণ্ডী]।

হাঁড়িকুড়ি বি. হাঁড়িকলসি ইত্যাদি।

হাঁড়ি ভাঙা ক্রি. অন্যের বাড়িতে প্রবেশ করে চুরি করে হাঁড়ি থেকে ভাত খাওয়া; গুপ্তকথা প্রকাশ করে দেওয়া (হাটে হাঁড়ি ভাঙা)।

হাঁড়ির খবর (আল.) একেবারে ভিতরের খবর, গোপন খবর।

হাঁড়ির হাল (আল.) আর্থিক অবস্হা; অভাবগ্রস্ত অবস্হা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...