হতে
হতে [ hatē ] হইতে -র চলিত রূপ।
☐ অব্য.
১ (ব্যক্তি বিষয়ে স্হানকাল সম্পর্কে) থেকে (‘মার কাছ হতে কাড়ি’: রবীন্দ্র);
২ দ্বারা (‘আমা হতে এই কর্ম হবে না সাধন’: নবীন);
৩ ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়);
৪ তুলনায়, চেয়ে (‘বিত্ত হতে চিত্ত বড়ো’)।
[প্রাকৃ. অহনতহি বা হিস্তো > বাং. হইতে]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...