রোগ

রোগ [ rōga ] বি.
1 ব্যাধি, পীড়া;
2 (আল.) বাতিক বা কু-অভ্যাস (সিনেমা দেখার রোগ)।

[সং. √ রুজ্ + অ]।

রোগক্লিষ্ট বিণ. রোগে কষ্ট পাচ্ছে এমন।

রোগগ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত।

রোগজীবাণু দ্র জীবাণু।

রোগজীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)।

রোগভোগ বি. ব্যাধিতে কষ্ট ভোগ।

রোগমুক্ত বিণ. আরোগ্য লাভ করেছে এমন।

রোগযন্ত্রণা বি. ব্যাধিজনিত কষ্ট, অসুখের কষ্ট।

রোগশয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা।

রোগশান্তি বি. আরোগ্য লাভ।

রোগশোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট।

রোগহীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...