যোজন

যোজন [ yōjana ] বি.
১. একত্র বা যুক্ত করা;
২. জোড়া, সাঁটা;
৩. নিয়োগ, নিয়োজন;
৪. সংঘটন;
৫. চার ক্রোশ পরিমাণ দুরত্ব।

[সং. √ যুজ্ + অন]।

যোজনগন্ধা বি.
১. কস্তুরী;
২. ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা।

যোজনা বি.
১. একত্র করা, যুক্ত করা;
২. নিয়োজন;
৩. সংযোগ (শব্দযোজনা);
৪. রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)।

যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...