যুদ্ধ
যুদ্ধ [ yuddha ] বি.
১. সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ)
২. ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)।
[সং. যুধ্ + ত]।
যুদ্ধকালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)।
যুদ্ধজয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য।
যুদ্ধনীতি, যুদ্ধরীতি বি. ১. যুদ্ধের আইনকানুন; ২. যুদ্ধের কৌশল।
যুদ্ধবন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে।
যুদ্ধবিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি।
যুদ্ধবিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র।
যুদ্ধবিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি।
যুদ্ধবিশারদ বিণ. রণনিপুণ।
যুদ্ধযাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান।
যুদ্ধযুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী।
যুদ্ধযুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি।
যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী।
যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র।
যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)।
যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত।
☐ বি. ১. যুদ্ধজনিত উন্মত্ততা; ২. যুদ্ধ করবার প্রবল বাসনা।
যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন।
☐ বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]।