যুঝা
জুঝা, যুঝা [ jujhā, yujhā ] ক্রি.
1 লড়া, যুদ্ধ করা;
2 বাধাবিঘ্নের মোকাবিলা করা (দারিদ্রের সঙ্গে যুঝতে হচ্ছে)।
☐ বি. উক্ত অর্থে। [সং. √ যুধ্]।
জুঝানো ক্রি. লড়াই করানো; লড়াইয়ে বাধ্য বা উত্সাহিত করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
[জোঝা দ্র]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...