যন্ত্র
যন্ত্র [ yantra ] বি.
১. মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র);
২. শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র);
৩. বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র);
৪. সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত);
৫. জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র);
৬. জাঁতা;
৭. (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ৮. যন্ত্র(জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র;
৯. (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়।
[সং. √ যন্ত্র্ + অ]।
যন্ত্রকুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু।
বি. যন্ত্রকৌশল।
যন্ত্রতন্ত্র, যন্ত্রপাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্র ও অনুরূপ অন্যান্য সরঞ্জাম।
যন্ত্রদানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র।
যন্ত্রবত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন।
যন্ত্রবিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ।
যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান বি. যন্ত্র নির্মাণ ও ব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering.
যন্ত্রযুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে।
যন্ত্রশালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর।
যন্ত্রশিল্পী বি.
১. যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার;
২. বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি।
যন্ত্রসংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত।
যন্ত্রস্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন।