ফের
ফের [ phēra ] বি. 1 সংকট, বিপদ, ভয় (দারুণ ফেরে পড়েছে);
2 অশুভ প্রভাব (অদৃষ্টের ফের);
3 বদল, পরিবর্তন, বিনিময় (শ্রমের ফের, রকমফের);
4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল);
5 বেড়, বেষ্টন (ফের দিয়ে কাপড় পরা, কাপড়ের ফের)।
☐ ক্রি-বিণ. আবার, পুনরায় (চলে গিয়ে ফের এসেছে)।
[তু. হি. ফির্]।
ফেরফার বি.
1 ছল, কৌশল, মারপ্যাঁচ (কথার ফেরফার);
2 দায়, সংকট।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...