ফুটা

ফুটা1, (কথ্য) ফুটো [ phuṭā1, (kathya) phuṭō ] বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)।

☐ বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত (‘এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে’: রবীন্দ্র)।

[বাং. ফুট4 + আ]।

ফুটা2, (কথ্য) ফোটা [ phuṭā2, (kathya) phōṭā ] ক্রি. বি.
1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে);
2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে);
3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা);
4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, ‘জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী’: সুকান্ত);
5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে);
6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে);
7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা);
8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা);
9 ফুটানো।

☐ বিণ. উক্ত সব অর্থে।

[বাং. √ ফুট্ (< সং. স্ফুট্) + আ]।

ফুটানো ক্রি. বি.
1 প্রস্ফুটিত করা;
2 প্রথম উন্মীলিত করা;
3 ধ্বনিত করা;
4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা;
5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা);
6 বিদ্ধ করা;
7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো);
8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)।

☐ বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, না ফোটা ডাল; আ-ফোটা কথা)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post