ফুঁড়া
ফুঁড়া, ফোঁড়া [ phun̐ḍ়ā, phōn̐ḍ়ā ] ক্রি. বি.
1 বিদ্ধ করা বা ভেদ করা (তিরটা তার শরীর ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে ওঠা);
2 ছেঁদা করা (দেওয়াল ফুঁড়ে উই বেরোচ্ছে)।
☐ বিণ. উক্ত উভয় অর্থে।
[প্রাকৃ. √ ফুড় < সং. √ স্ফুট্ + বাং. আ]।
ফুঁড়ানো, ফোঁড়ানো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো।
☐ বিণ. উক্ত উভয় অর্থে।
ফুঁড়াফুঁড়ি, ফোঁড়াফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...