ফিরতি
ফিরতি [ phirati ] বিণ. ফেরত এসেছে এমন (ফিরতি টাকা)।
☐ বি.
1 যা ফিরেছে (পাঁচ টাকা ফিরতি);
2 প্রত্যাগমন (ফিরতির পথে);
3 ফেরবার সময় (ফিরতিতে যাব)।
☐ ক্রি-বিণ. ফেরবার সময়ে (দেশ থেকে ফিরতি ওখানেও যাব)।
[বাং. √ ফির্ + অতি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...